Hawker.com.bd     SINCE
 
 
 
 
আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী [ ] 19/05/2017
আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী
আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী
প্রেমিক পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কারণে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়ে।

এতে উৎকণ্ঠায় পড়ে যান শুভশ্রীর ভক্তরা। ভক্তদের সেই উৎকণ্ঠা দূর করেছেন নায়িকা নিজেই।

শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেননি এবং ভালো আছেন। এ কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

একই সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়নি বলেও জানালেন এই নায়িকা।

কলকাতা আনন্দলোকে পূজার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শুভশ্রী। তবে ভক্তদের উৎকণ্ঠা কমাতে বৃহস্পতিবার বিকালে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে লাইভ ভিডিওতে আসেন বস খ্যাত এই নায়িকা।

এসময় তিনি বলেন, সুইসাইডের খবর শুধুই গুজব।

শুভশ্রী আরো বলেন, আমার আর রাজের মধ্যে সবকিছু একদম ঠিক আছে। যে রিপোর্টার এটা লিখেছে সে যে কত বড় মিথ্যাবাদী! যা হোক তার সঙ্গে আমি পরে কথা বলে নেব। সে একদমই একটা মিথ্যা খবর লিখেছে। হয়ত সে এটা মনে করেছে আমার, রাজের ও মিমির নাম থাকলে হয়ত তার পেপারটা একটু বেশি বিক্রি হবে।
No link found
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved
free counters