[ ] 11/04/2018 |
|
|
|
বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে ওএসএস চালু করতে যাচ্ছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ |
 |
|
বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম শুরু করতে গত মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্কের সভাকক্ষে বিজনেস অটোমেশন কোম্পানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি এবং বিজনেস অটোমেশন কোম্পানি লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল হাসান এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। হাইটেক পার্কগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত বিভিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করা হবে। এই সেবা আরো সহজ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক One Stop Service (OSS) চালু করা হবে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে দেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাইটেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে।’ উল্লেখ্য, উক্ত ওয়ান স্টপ সার্ভিস সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিজনেস অটোমেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|